What are you looking for?
  • You can request appointment (pending confirmation) in 24 hours

Breast Cancer: A Growing Threat

Stay informed about breast cancer—awareness and early action can save lives.

Breast cancer, যা একসময় rare ছিল, আজ বিশ্বজুড়ে ক্যান্সারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। Lifestyle change, genetics এবং environmental factors এই রোগ বেশি হওয়ার অন্যতম কয়েকটি কারন। ভারতে বিশেষ করে শহরাঞ্চলে Breast cancer এর হার ক্রমশ বাড়ছে, যার প্রধান কারণ দেরিতে রোগ ধরা পড়া এবং রোগ সম্পর্কে সচেতনতার অভাব।

মহিলাদের মধ্যে Breast cancer বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ lifestyle change. প্রক্রিয়াজাত বা preservatives দেওয়া খাবারের দিকে ঝোঁক এবং অতিরিক্ত মানসিক চাপ নেওয়া Breast cancer এর ঝুঁকি বাড়ায়। এছাড়া দেরিতে সন্তানের জন্ম হওয়া বা breast feeding না করানো, শরীরের হরমোনজনিত প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে cancer এর risk আরও বাড়ে।

Stay informed about breast cancer—awareness and early action can save lives.
Stay informed about breast cancer—awareness and early action can save lives.

বংশগত বা genetics এর কারনেও Breast cancer হতে পারে। যেসব মহিলাদের পরিবারের কারুর breast ক্যান্সার হয়েছে, তাদের এই রোগের ঝুঁকি বেশি থাকে। বিশেষ করে BRCA1 এবং BRCA2 জিনে পরিবর্তন হলে breast ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়, তাই cancer diagnosis এর জন্য জেনেটিক পরীক্ষার গুরুত্ব অনেক বেড়ে গেছে।

Primary stage এ রোগ ধরা Breast cancer এর বিরুদ্ধে best prevention পদ্ধতি। Mammography এর মতো স্ক্রীনিং পদ্ধতি টিউমারকে শরীরের ভেতর অনুভব করার আগেই ধরে ফেলতে পারে। তবে অনেকের মধ্যে Breast cancer স্ক্রীনিং নিয়ে লজ্জা ও unawareness এর কারণে সময়মতো রোগ নির্ণয় হয় না, যা চিকিৎসায় সমস্যার সৃষ্টি করে।

নিয়মিত Self- examination, Mammogram এবং healthy lifestyle মেনে চললে কোনো সমস্যা দেখা দেবে না। Breast এর health নিয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে বিশেষ ভাবে নজর দেওয়া গেলে কোনো মহিলাকেই breast cancer এর হাতে প্রাণ দিতে হবে না।

Breast cancer প্রতিরোধের জন্য যৌথ প্রচেষ্টার মাধ্যমে awareness বাড়ানো, research ও prevention এর ব্যবস্থা নিয়ে এর প্রভাব কমানো সম্ভব। Breast cancer শুধু ব্যক্তিগত সমস্যা নয়; এটি আমাদের সকলের সামাজিক দায়িত্ব যাতে এই রোগের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.

You may use these <abbr title="HyperText Markup Language">HTML</abbr> tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Book Appointment
close slider

    Choose Treatment: